প্রতি ফোটা রক্তের হিসাব দিতে হবে বিগত দিনের ফ্যাসিস্ট সরকারকে। ফ্যাসিস্ট সরকারের সকল হত্যাকারীদের বিচার এই বাংলায় হবে । মাগুরা মহম্মদপুরে কর্মী সমাবেশে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী। নেতাকর্মীদের উজ্জীবিত করতে তিনি আরো বলেন, বিএনপি এদেশের খেটে খাওয়া মেহনতী মানুষের দল। আগামী নির্বাচনে বিএনপিই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করবে।
মহম্মদপুর উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সদস্য সাবেক অধ্যক্ষ মো: মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. খান রোকনুজ্জামান , জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের নারী ও শিশু বিভাগের পিপি এ্যাড. মনিরুজ্জামান মুকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যড. আহসান হাবিব খান সোহেল, সাবেক যুগ্ম আহবায়ক মো: শরিফুজ্জামান টুকু, মো: মহিদুল ইসলাম, মো: আক্তারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন।
বক্তারা তাদের বক্তব্যে নির্বাচন আসন্ন গনতন্ত্র পুনরুদ্ধারে স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে সরকার গঠনে দলের পাশে থাকতে সকল নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার পরামর্শ দেন।
প্রিন্ট