বৃহস্পতিবার মঠবাড়ীয়া থানার উদ্যোগে, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
আবদ্বুল্লাহ আল মামুন অফিসার ইনচার্জ এর সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁন মুহাম্মদ আবু নাসের। পুলিশ সুপার পিরোজপুর।
বিশেষ অতিথি ছিলেন মো: সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়ীয়া সার্কেল মঠবাড়ীয়া।
ওপেন হাউজ ডেতে মঠবাড়ীয়ার সর্বস্তরের জনসাধারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, মাদক সন্ত্রাস ইভটিজিং বাল্যবিবাহ সম্পর্কে অভিযোগ তুলে ধরেন। ওপেন হাউজ ডে তে আরো বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক, কেএম হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব, আবু বক্কর সিদ্দিক বাদল, জামাতের সেক্রেটারি, আবুল কালাম আজাদ, ও পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
প্রিন্ট