মাগুরা মহম্মদপুর যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে মহম্মদপুর উপজেলা অফিসের চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক, জনাব আলমগীর বিশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন জনাব তাজুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।
সভাপতিত্বে করেন জনাব মুহ: শাহনুর জামান, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা কৃষিতে উন্নত প্রযুক্তি, উপকরণ কিভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং উৎপাদিত পণ্যের গুনাগুন, বাজারজাত সম্পর্কে প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক আলোচনা করেন। মেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মেলায় ১১টি স্টলে কৃষি প্রযুক্তি দেখাচ্ছে কৃষি অফিস ও কৃষি উদ্যোক্তারা।
প্রিন্ট
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি ঃ 




















