ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা Logo রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ Logo টানা কমছে দেশের রপ্তানি আয়, সামনে আরও কমার আশঙ্কা Logo বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রাধিকার পাবেন যারা Logo আরপিও সংশোধন অধ্যাদেশ জারি জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে Logo আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৬ দলিল লেখক বরখাস্ত Logo সাভারে ট্রলি ভ্যানের ব্রেক ফেল আয়ারল্যান্ডের ওপরে এসে গতিবিধি নিয়ন্ত্রণ Logo তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ Logo ৪৮ তম বিসিএস পরীক্ষায় উওীর্ণদের নিয়োগ এর দাবি তে মানববন্ধন Logo বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার পদত্যাগ করেন

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৭৫ ১০.০০০ বার পড়া হয়েছে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে বলিউড কৌতুকশিল্পী কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ্‌স ক্যাফে’‑তে সশস্ত্র হামলা হয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত হামলাকারীরা একটি গাড়ি থেকে কমপক্ষে নয়টি গুলি ছোড়ে; পরে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তীব্র শব্দের পর গাড়ির জানালা দিয়ে পিস্তলধরা একটি হাত বারবার ফায়ার করতে দেখা যায়।

হামলার কয়েক ঘণ্টার মধ্যে নিজেকে খালিস্তানপন্থি হিসেবে পরিচয় দেওয়া হরজিৎ সিং লাড্ডি দায় স্বীকার করে অনলাইনে একটি বার্তা পোস্ট করেন। তবে তার দাবি কতটা সত্য, তা নির্ধারণে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও ছায়া–তদন্ত শুরু করেছে বলে সারে থানার এক মুখপাত্র জানিয়েছেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি উদ্বোধন হওয়া ক্যাপ্‌স ক্যাফেই ছিল সরাসরি টার্গেট, যদিও হামলার পেছনে আর্থিক কিংবা ব্যক্তিগত বিরোধ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের বয়ান অনুযায়ী, ঘটনাস্থল থেকে খালি খোসা জব্দ করা হয়েছে; হতাহতের খবর নেই, কিন্তু ক্যাফের সামনের কাচ ও ভেতরের সাজসজ্জায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং আশপাশের দোকান ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

‘দ্য কপিল শর্মা শো’র জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মার জন্য এটি রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পদক্ষেপ ছিল। স্ত্রী গিন্নি চত্রথ এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত। ক্যাপ্‌স ক্যাফেতে মূলত ভারতীয় ফিউশন খাবার পরিবেশিত হয়। হামলার পর কপিল বা তার পরিবারের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না এলেও, ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছেন—ক্যাফের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার চেষ্টা চলছে।

কানাডা‑ভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে ভারত‑কানাডা সম্পর্কে ইতিমধ্যেই টানাপড়েন চলছে। তার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উত্তেজনা বাড়াল বলেই পর্যবেক্ষকদের মত। এবারের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি এবং ওটাওয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ কতটা গতি পায়, তা এখন দেখার বিষয়।


প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চেয়ারম্যানের শেল্টারে চায়না দুয়ারি জালের কারখানার রমরমা ব্যবসা, প্রশাসনের অভিযানে নিয়ন্ত্রণহীন অবস্থা

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ

আপডেট সময় ১২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে বলিউড কৌতুকশিল্পী কপিল শর্মার নতুন রেস্তোরাঁ ‘ক্যাপ্‌স ক্যাফে’‑তে সশস্ত্র হামলা হয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত হামলাকারীরা একটি গাড়ি থেকে কমপক্ষে নয়টি গুলি ছোড়ে; পরে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তীব্র শব্দের পর গাড়ির জানালা দিয়ে পিস্তলধরা একটি হাত বারবার ফায়ার করতে দেখা যায়।

হামলার কয়েক ঘণ্টার মধ্যে নিজেকে খালিস্তানপন্থি হিসেবে পরিচয় দেওয়া হরজিৎ সিং লাড্ডি দায় স্বীকার করে অনলাইনে একটি বার্তা পোস্ট করেন। তবে তার দাবি কতটা সত্য, তা নির্ধারণে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও ছায়া–তদন্ত শুরু করেছে বলে সারে থানার এক মুখপাত্র জানিয়েছেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি উদ্বোধন হওয়া ক্যাপ্‌স ক্যাফেই ছিল সরাসরি টার্গেট, যদিও হামলার পেছনে আর্থিক কিংবা ব্যক্তিগত বিরোধ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের বয়ান অনুযায়ী, ঘটনাস্থল থেকে খালি খোসা জব্দ করা হয়েছে; হতাহতের খবর নেই, কিন্তু ক্যাফের সামনের কাচ ও ভেতরের সাজসজ্জায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং আশপাশের দোকান ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

‘দ্য কপিল শর্মা শো’র জনপ্রিয় সঞ্চালক কপিল শর্মার জন্য এটি রেস্তোরাঁ ব্যবসায় প্রথম পদক্ষেপ ছিল। স্ত্রী গিন্নি চত্রথ এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত। ক্যাপ্‌স ক্যাফেতে মূলত ভারতীয় ফিউশন খাবার পরিবেশিত হয়। হামলার পর কপিল বা তার পরিবারের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না এলেও, ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছেন—ক্যাফের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার চেষ্টা চলছে।

কানাডা‑ভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে ভারত‑কানাডা সম্পর্কে ইতিমধ্যেই টানাপড়েন চলছে। তার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উত্তেজনা বাড়াল বলেই পর্যবেক্ষকদের মত। এবারের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি এবং ওটাওয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ কতটা গতি পায়, তা এখন দেখার বিষয়।


প্রিন্ট