আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা -২ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী এম বি বাকের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রবিবার (২৯/১৩/২৫ ইং) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সসহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাঃ শাহিনুর জামান এর কাছে সংসদীয় আসন -৯২ এর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বাংলাদেশ জামায়েত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমবি বাকের। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছি। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জনগণ শত স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে মাগুরা -২ আসনে সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ ।
প্রিন্ট
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ঃ 



















