চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৯ ডিসেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনন্থ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩নং কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রায় ৬০০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দিনাজপুর সেক্টর কমান্ডার মোঃ ফয়সাল হাসান খান বিজিবিএম,পিবিজিএম, পিএসসি,।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোঃ ফয়সল হাসান খান, বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় মূহুর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
এছাড়াও এই কার্যক্রমে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
প্রিন্ট
কোয়াসিম সিদ্দিকী জনী ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ 



















