প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫,
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা ও ডাকাতি সহ ৫ মামলার পলাতক আসামী রগ কাটা ফজলু ডাকাত কে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ ।
এ সময় তার ৩ সহযোগী পালিয়ে গেছে। গ্রেফতার কৃতের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, গ্রেফতার কৃত রগকাটা ফজলু ডাকাত সহ ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সহ স্টেডিয়াম-মেন্দিপুর আঞ্চলিক সড়কের আলুকান্দা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পৌছলে ডাকাতরা পুলিশ কে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রগকাটা ফজলু ডাকাত কে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা সহ আটক করা হয় । এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় ।
এ বিষয়ে ভৈরব থানার জ্যৈষ্ঠ উপ- পরিদর্শক এমদাদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রগকাটা ফজলু ৩ টি ডাকাতি ও ২ টি হত্যা মামলার পলাতক আসামী । গভীর রাতে আলুকান্দা নামক স্থানে ডাকাতির চেষ্টা কালে তাকে একটি দা সহ গ্রেফতার করা হয়েছে । এ সময় তার সহযোগীরা পালিয়ে গেছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।
প্রিন্ট
মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোটার ভৈরব কিশোর গঞ্জ জেলার । 



















