গণঅধিকার পরিষদের মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক এস কে শফিকুল ইসলাম (শুভ)।
সোমবার দুপুরে উপজেলার তেজখালী ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অধিকার থেকে যদি শুধুমাত্র ভিপি নুরুল হক নুর পাশ করতে পারেন, তাহলে ৩০০ আসনকেই গণঅধিকার পরিষদের বিজয় বলে মনে করবো।’
তিনি আরও বলেন, ‘এই আসন থেকে আমি বিজয়ী হতে পারলে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। নুর ভাই আমি বিজয়ী হলে পুরো বাংলাদেশের ৩০০ আসনই গণঅধিকার পরিষদের বিজয় হিসেবে গণ্য করবো।’
সংবাদ সম্মেলনে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি টাকার বান্ডিলের ভিডিও ভাইরাল হওয়ার বিষয়েও বক্তব্য দেন শফিকুল ইসলাম শুভ। তিনি বলেন, ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই। তার ভাষায়, ‘কেউ নাকি আমার লিডারের কাছে বলেছে আমার টাকা-পয়সা নেই, আমাকে কেন মনোনয়ন দেবে। হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছিয়েছে। তাহলে আমার টাকা নেই এই কথা তারা কোথা থেকে পেল? আমি দুটি কোম্পানির মালিক, এটা কি তাদের জানার দরকার নেই? আমি সরকারকে যে কর দিয়েছি, ওই টাকা তো দলের ফান্ড থেকে আসেনি।’
তিনি আরও বলেন, ‘বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছি আমি। সেই জায়গা থেকে আমাকে নিয়ে আলোচনা হলে ক্ষোভ থাকবেই। আমি দলের সর্বোচ্চ নেতার কাছে এখনও দাবি জানাই বাঞ্ছারামপুর আসন থেকে আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ী হয়ে আসনটি ভিপি নুরুল হক নুরকে উপহার দেব।’
প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 




















