ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিশোর গঞ্জ জেলার ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই গাড়ি আটক Logo নাসিরনগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আছমত সম্পাদক সবুজ Logo ধামরাই উপজেলা পরিষদের পুকুরে পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু Logo বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের রেকায়েত উল্লাহ্ বেপারি বাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এ বি এম নূরউদ্দিন (৭৭) মৃত্যুবরণ করেন Logo মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ!!! Logo ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার Logo সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন তারেক রহমানের ফ্লাইট ছাড়বে মধ্যরাতে Logo বড়দিন সামনে রেখে ভারতে বাড়ছে খ্রিস্টানদের ওপর হামলা Logo কমিশনার বাড়িয়ে দুদক অধ্যাদেশ জারি, আরও যেসব সংশোধনী এলো Logo ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স উত্তরা সেন্টার পয়েন্টে তাদের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। “গেমিং পয়েন্ট: নেক্সট লেভেল” ট্যাগলাইনকে কেন্দ্র করে তৈরি এই ইনফিনিক্স আউটলেট নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা উপহার দেবে।
ব্র্যান্ডশপটিতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং–অনুরাগীরা যে কোনো সময় এসে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে এখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। তরুণ ও নারীদের ক্ষমতায়নে ইনফিনিক্সের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের এই অংশগ্রহণ। শীর্ষস্থানীয় টেক ইউটিবাররাও এই অনুষ্ঠানে এসে গেমিং জোনের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ জোন এবং জনপ্রিয় তরুণ শিল্পী ক্রিটিকাল মাহমুদ–এর বিশেষ সংগীত পরিবেশন, যা পুরো আয়োজনে প্রাণচাঞ্চল্য যোগ করে।
ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়—এটি একটি কমিউনিটি–কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, স্থায়িত্ব ও নেক্সট-লেভেল ডিজাইন সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।
আগামীতেও স্টোরটিতে নিয়মিত গেমিং সেশন, হ্যান্ডস-অন এক্টিভিটি ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করা হবে, যাতে তরুণ গেমাররা ইনফিনিক্সের “গেমিং পয়েন্টঃ নেক্সট লেভেল” অভিজ্ঞতা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন।
স্টোরটি অবস্থিত উত্তরা সেন্টার পয়েন্টের লেভেল ৪-এ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর গঞ্জ জেলার ভৈরবে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ বোঝাই গাড়ি আটক

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

আপডেট সময় ১১:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স উত্তরা সেন্টার পয়েন্টে তাদের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। “গেমিং পয়েন্ট: নেক্সট লেভেল” ট্যাগলাইনকে কেন্দ্র করে তৈরি এই ইনফিনিক্স আউটলেট নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা উপহার দেবে।
ব্র্যান্ডশপটিতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং–অনুরাগীরা যে কোনো সময় এসে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে এখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। তরুণ ও নারীদের ক্ষমতায়নে ইনফিনিক্সের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের এই অংশগ্রহণ। শীর্ষস্থানীয় টেক ইউটিবাররাও এই অনুষ্ঠানে এসে গেমিং জোনের অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ জোন এবং জনপ্রিয় তরুণ শিল্পী ক্রিটিকাল মাহমুদ–এর বিশেষ সংগীত পরিবেশন, যা পুরো আয়োজনে প্রাণচাঞ্চল্য যোগ করে।
ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়—এটি একটি কমিউনিটি–কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, স্থায়িত্ব ও নেক্সট-লেভেল ডিজাইন সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।
আগামীতেও স্টোরটিতে নিয়মিত গেমিং সেশন, হ্যান্ডস-অন এক্টিভিটি ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করা হবে, যাতে তরুণ গেমাররা ইনফিনিক্সের “গেমিং পয়েন্টঃ নেক্সট লেভেল” অভিজ্ঞতা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন।
স্টোরটি অবস্থিত উত্তরা সেন্টার পয়েন্টের লেভেল ৪-এ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে।


প্রিন্ট