ফুলবাড়ীতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল করলেন সাহাজুল ইসলাম কোয়াসিম সিদ্দিকী জনী

- আপডেট টাইম : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ০ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার
মাদ্রাসা শিক্ষকদের নিয়ে ইফতার মাহফিল করেছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
গত ৭ রমজান শনিবার ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাপুর মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব সৈয়দ আব্দুল ওহাব, লালপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম, অম্র বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ইফতার মাহফিলে পৌর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সকল মাদ্রাসার শিক্ষকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন।
ইফতার মাহফিলের সাহাজুল ইসলাম দিনাজপুর ৫ আসনে সংসদ সদস্য হিসেবে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেন।
তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় ভাল মনে করে তাহলে আমি জনগণের জন্য এই আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।