আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট টাইম : ১২:৩৫:১৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৯ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে আজমিরীগঞ্জ শহীদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ, বি,এম মাইদুল হাসানের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সংগঠন গুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মুজিবুল ইসলামের পরিচালনায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,বি, এম, মাইদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এলজিডি প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ছাত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সুখকে শক্তিতে রুপান্তরিত করে সুন্দর ও শক্তিশালী রাস্ট্র বিনির্মানে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন ।