সন্তানকে গাছে বেঁধে স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে টাকা চাওয়ার অভিযোগ
- আপডেট টাইম : ০৩:৪৯:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৫ ৫০০০.০ বার পাঠক
নাসিরনগরে সন্তানকে গাছে বেঁধে স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে টাকা চাওয়ার অভিযোগ স্ত্রী বিরুদ্ধে।এই নির্মম ঘটনাটি ঘটছে গত মঙ্গলবার উপজেলা কুন্ডা গ্রামের ইব্রাহিমপুরে।
কুন্ডা গ্রামের আলী হোসেন মেয়ে সরুফা আক্তার সাথে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা বজরা গ্রামের ফারুক মিয়ার ছেলে তুষারের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ফাতেমা আক্তার নামে ১৮ মাসের একটি শিশু সন্তান রয়েছে। দীর্ঘ আড়াই বছর সংসার করার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনমালিন্য সৃষ্টি হয়। মনমালিন্যের কারণে স্ত্রী সরুফা আক্তার দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছে। কিছু দিন ধরে স্বামী কে টাকা পাঠানোর জন্য স্ত্রী বিভিন্ন হুমকি দামকির দিয়ে আসছে। স্ত্রী সরুফা আক্তার তার স্বামীর কাছে ২ লক্ষ টাকা চায় বলে স্বামী তোষার মিয়া অভিযোগ করেন। স্বামী এই টাকা দিতে অনীহা প্রকাশ করলে শিশু সন্তান কে প্রাণে হত্যা করে লাশ গুম করে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে জেল কাটানোর হুমকি প্রদান করেন। গত শুক্রবার মঙ্গলবার বিকাল ৩ টায় সরুফা আক্তার তার ইমু নাম্বার হতে স্বামী তুষারকে একটি ভিডিও পাঠায়, ভিডিওতে দেখা যায় সরুফা আক্তার তার শিশু সন্তানকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করছে।
ভিডিও অভিযোগে বিষয় সরুফা আক্তারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে স্বামী তোষার মিয়া গতকাল বৃহস্পতিবার নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেছে।ডায়েরি বিষয় নিশ্চিত করেছে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের।