কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি বসতবাড়ির প্রায় অর্ধশতাধিক টিনশেড কক্ষ পুড়ে ছাই
- আপডেট টাইম : ০৬:৩৯:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ২৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূরবাগ আমবাগান এলাকায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ির প্রায় অর্ধশতাধিক টিনশেড কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
আগুনের সূত্রপাত হয় সুলতানের বসতবাড়ির পশ্চিম পাশের একটি খালি কক্ষ থেকে। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে এবং ইকবাল হোসেন ও মুখলেছুর রহমানের বাড়িতেও আগুন ধরে যায়।
স্থানীয়রা দ্রুত কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। কোনাবাড়ি স্টেশন থেকে আরও দুটি ইউনিট এসে সহযোগিতা করলে আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।