গাজীপুরে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শুরু
- আপডেট টাইম : ০৮:৩৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৭০ ৫০০০.০ বার পাঠক
প্রায় ছয়দিন পর গাজীপুরের সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুরা, জয়দেবপুর রেলক্রসিং সহ বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে।
সোমবার (১২ আগস্ট) তারা কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্যদের। প্রায় ৬ দিন পর গাজীপুর মহানগরের কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
যানবাহন চালক ও পথচারীরা জানায়, ট্রাফিক পুলিশ সদস্যরা সড়কে ফেরায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, ততোই তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করেছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রতি আস্থা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি সড়কে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে কাজ করছে ট্রাফিক পুলিশ।