কালিয়াকৈরে ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত
- আপডেট টাইম : ০৪:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ৬৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে (৬ জুন) বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কালিয়াকৈর পৌর ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
এর আগে (৫ জুন) বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। সেই জের ধরে (৬ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনী সড়কের মোড়ে মোকদ্দম প্লাজার সামনে প্রকাশ ছাত্রলীগ নেতা আলামিন সহ আরও একজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষ দলের নেতা কর্মীরা। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলামিন’কে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত অন্য একজনকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনার কয়েক ঘণ্টা পরেই জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে দুই কমিটি বিলুপ্তির
খবর ছড়িয়ে পড়ে।