আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন: মুরাদ কবির

- আপডেট টাইম : ০১:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৩২ ১৫০০০.০ বার পাঠক
দ্বিতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মুরাদ কবির (৩ মে) শুক্রবার সকালে উপজেলার সফিপুরে তার নিজ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আপনারা জানেন যে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী সাহেব আমার আত্মীয়। মাননীয় মন্ত্রীর পরিবারের একজন সদস্য আমি।
এ সময় তিনি আরও বলেন, যেহেতু দলীয় সিদ্ধান্ত পাইনি, সেজন্য দলকে সম্মান করে ও মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া এই আসনের মাননীয় সংসদ সদস্য সিনিয়র মন্ত্রী যিনি সারা জীবন মানুষের সেবা করে যাচ্ছেন তার সম্মানহানি হোক এমনটা আমি চাইনা। সব মিলিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মানপূর্বক উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
মুরাদ কবির আরও বলেন, ১৯৮১ সালে ছাত্রলীগ করেছি আজও পর্যন্ত আওয়ামী লীগ করছি এবং দীর্ঘ ৪৩ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি।
অন্য কোন প্রার্থীকে নির্বাচনে সাপোর্ট দিবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুরাদ কবির বলেন, দুজনই আওয়ামীলীগের প্রার্থী সুতরাং সেখানে আলাদাভাবে সমর্থন দেবার সুযোগ আছে বলে আমি মনে করি না।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে শুরু হয়েছে কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে গত (২ মে) বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টার টাঙানো শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির।
বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার আনারস প্রতীক নিয়ে এবং গাজীপুর জেলা যুবলীগের একমাত্র আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ মোটরসাইকেল প্রতীক নিয়ে।