আশুলিয়ায় জামগড়া এলাকায় ভূল চিকিৎসায় এক যুবকের মৃত্যু ধামাচাপার চেষ্টা
- আপডেট টাইম : ০৫:৪৯:২১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
- / ২৬৩ ৫০০০.০ বার পাঠক
শিল্পাঞ্চল আশুলিয়ায় জামগড়া এলাকায় ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় দি ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানাযায় গত ১১ ফেব্রুয়ারি দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় পিত্তথলির অপারেশন বাবদ চব্বিশ হাজার টাকা কথা বলে ভর্তি করা হয়।
রাতে পিত্তথলির অপারেশন করার পর একটি ইঞ্জেকশন দেওয়া হয় উক্ত ইঞ্জেকশন দেয়ার পর মুখ দিয়ে ফেনা উঠে রোগীর মৃত্যু হয়।
এর আগে ২০২২ সালে এই হাসপাতালের জরায়ু অপারেশন করতে গিয়ে এক নারীকে ভুল চিকিৎসায় মুত্রনালী কেটে শিলাই করে পরে রোগীর মৃত্যু হয়।
বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা দেওয়া হয়।
পিত্তথলির অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়, বর্তমানে উক্ত বিষয়টি হাসপাতালের অফিস রুমে ধামাচাপার চেষ্টা চালানো হচ্ছে।
মৃত মিজানুর রহমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমুখী গ্রামের মোঃ লুৎফর বেপারীর ছেলে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন এসকল বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।