সিএমপি বাকলিয়া থানা পুলিশের অভিযানে ৩টি ল্যাপটপ ২টি ট্যাব ও ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধারসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার
- আপডেট টাইম : ০৪:৫৯:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪
- / ৮৫ ৫০০০.০ বার পাঠক
গত ৩১ জানুয়ারি ২৪ ইং তারিখ রাত অনুমান ১.ঘটিকা হইতে সকাল অনুমান ৭. ঘটিকার সময় বাকলিয়া থানাধীন শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটি-২ হাসনা বানুর বিল্ডিংয়ের ২য় তলার এ-১ বাসার ভিতর হইতে অজ্ঞাতনামা চোরেরা বাদী মোহাম্মদ আসাদুজ্জামান (২৯) এর ১টি HP Notebook-14s ল্যাপটপ, যাহার মূল্য অনুমান (তেইশ হাজার) টাকা, ভিভো কোম্পানীর মোবাইল সেট ১টি, মডেল নং- V-9, মূল্য অনুমান (একুশ হাজার) টাকা, ১টি itel বাটন মোবাইল সেট, যাহার মডেল নং-itel2165, মূল্য (এক হাজার বিশ) টাকা, ১টি casio হাত ঘড়ি, মূল্য অনুমান (চার হাজার) টাকা, নগদ (পাঁচ হাজার) টাকা এবং তাহার প্রতিবেশী মোঃ নুরুল করিম (৩৪) এর ১টি Redmi7 মডেলের মোবাইল সেট, মূল্য অনুমান (পনের হাজার) টাকা চুরি করিয়া যায় মর্মে বাকলিয়া থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করিলে বাকলিয়া থানার মামলা নং-২, তারিখ-০১/০২/২০২৪খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোহাম্মদ এনামূল হক মামলা তদন্তভার গ্রহন করিয়া তিনি ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা পূর্বক স্থানীয় সোর্সের মাধ্যমে সঙ্গীয় অফিসার ফোর্স সহকারে ১ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখ অভিযান পরিচালনা করিয়া বাকলিয়া থানাধীন নিরাপদ হাউজিং সোসাইটির বালুরমাঠ এলাকা হইতে ১১ ঘটিকার সময় ১। মোঃ জুয়েল (১৯)’কে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তী তাহাকে ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করিয়া তাহার সাথে মামলার ঘটনায় ২। মোঃ উজ্জ্বল (২২) নামক অপর আসামী জড়িত ছিল মর্মে জানায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মোঃ জুয়েল এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ১টি কালো রংয়ের itel বাটন ফোন এবং ১টি কালো রংয়ের ভিভো V-9 মডেলের মোবাইল ফোন প্রাপ্ত হইয়া ১ ফেব্রুয়ারি ২৪ ইং তাং ১১. ঘটিকার সময় জব্দ করেন। সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী মোঃ জুয়েল এর তথ্য মোতাবেক অপর আসামী মোঃ উজ্জ্বল (২২)’কে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনাকালে শান্তিনগর বগারবিল এলাকা হইতে আসামী মোঃ উজ্জ্বল (২২)কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করিয়া জানায় যে, চোরাই যাওয়া ল্যাপটপ তাহার বাসায় রহিয়াছে। পরবর্তীতে আসামীকে সঙ্গে নিয়ে তাহার বাসা বাকলিয়া থানাধীন শান্তিনগর, বগারবিল, ওয়ার্কসপ গলি, তাজু মাঝির কলোনী, রুম নং- ৩-এ উপস্থিত হইলে তাহার খাটের নিচ হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১টি কালো রংয়ের চামড়ার ব্যাগের ভিতর রক্ষিত ৩টি পুরাতন ল্যাপটপ এবং ১টি সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর রক্ষিত ২টি পুরাতন ট্যাব এবং ১৩টি বিভিন্ন মডেলের এবং রংয়ের পুরাতন মোবাইল ফোন প্রাপ্ত হইয়া ১ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখ ১২. ঘটিকার সময় জব্দ করেন। এ সংক্রান্তে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আসামী ১। মোঃ জুয়েল (১৯), পিতা-আব্দুস সাত্তার, মাতা-বেগম, সাং-সাদ্দাম কলোনী, শান্তিনগর বগারবিল, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ উজ্জ্বল (২২), পিতা-তাহের মিয়া, মাতা-জয়নব বিবি, সাং-শিবলা, চারিসা, তালেব আলীর বাড়ী, থানা- অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-শান্তিনগর, বগারবিল, ওয়ার্কসপ গলি, তাজু মাঝির কলোনী, রুম নং- ৩, থানা- বাকলিয়া, জেলা-চট্টগ্রাম
উক্ত বিষয়ে বাকলিয়া থানার মামলা নং-২, তারিখ-১/২/২৪ ইং ধারা- ৩৮০ রুজু হয়।