মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তলিয়ে গেছে
- আপডেট টাইম : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১১২ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তলিয়া গেছে।
মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বিকেলে সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মহাদেবপুর সদর ও দোহালি মৌজার সীমান্ত এলাকায় বেরিবাঁধের প্রায় ১০০ হাত ভেঙ্গে গেছে। এখনো পানির স্রোত প্রবাহিত আছে।
ইতিমধ্য স্থানীয় ইটভাটা, মন্দির, মাছ চাষের পুকুর তলিয়ে গেছে। এছাড়া জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা তলিয়ে গেছে।
সরোজমিনে কথা হয় ইটভাটা ও পুকুরের মালিক হুমায়ুনের সাথে। তিনি জানান তার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে সকালে নদীর পানি বেড়ে গিয়ে তার প্রতিষ্ঠানের পাশে বেরিবাঁধ ভেঙে যায়। তার পুকুরের সকল চাষাবাদের মাছ ভেসে গেছে। সর্প মন্দিরের স্বত্বাধিকারী সুজিত জানান তার মন্দির পুরোটা তলিয়ে গেছে। পূজা অর্চনা বন্ধ রয়েছে।
খবর পেয়ে বেরিবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ।
তারা জানান দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানে বালুর বস্তা সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্রোত বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সকল দায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলের সাথে সরোজমিন কালে কথা বললে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার তাকে দ্রুত বাঁধ রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। তিনি তাৎক্ষণিক ভাবে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘটনাস্থানে অবস্থান করছেন। প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে হাজার হাজার বালির বস্তা ভরাট করা হচ্ছে। আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে স্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি সকলের সহযোগিতা চান ও এগিয়ে আসার আহ্বান জানান।