শীঘ্রই মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ
- আপডেট টাইম : ০৪:০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৩৭ ৫০০০.০ বার পাঠক
মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
মহাম্মদপুর সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন না থাকার কারণে বিভিন্ন মেয়াদে বিভিন্ন জায়গায় ভাড়ার ঘরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। নির্দিষ্ট কোন জায়গা না পাওয়ার কারণে এভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদের কাজ।
অনেকদিনের আশা ইউনিয়ন বাসীর একটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। অবশেষে মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্ধারিত স্হান মহম্মদপুর সদরের পূর্বনারায়নপুর আজ (১৯সেপ্টেম্বর) স্হানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ ভবন নিমার্ণ প্রকল্পের প্রতিনিধি দল পরির্দশন করেন। ২৬ শতাংশ জমির উপর নির্মিত হবে এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।
এ সময়ে উপস্হিত ছিলেন মহম্মদপুর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল,
মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলন,মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:কোরবান আলী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোরাদ মিয়া, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ক্যাশিয়ার আইয়ুব আলী ফকির, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।