সিএমপি চকবাজার থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার

- আপডেট টাইম : ০৯:৪২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২৬১ ১৫০.০০০ বার পাঠক
ছিনতাই হওয়া স্বর্ণের চেইন সহ একজন ছিনতাই কারীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ. জানা যায় ১৭ সেপ্টেম্বর ২৩ ইং বেলা ১২ ঘটিকার সময় চকবাজার থানাধীন গনি বেকারীর মোড়ে জৈনাকা মহিলা গীতু সিংহা(৫২) তার ভাইয়ের ছেলেকে স্কুলে দিয়ে এসে পুনরায় ভাইয়ের বাসায় ফেরার পথে উল্লেখিত ছিনতাইকারী আহসানুল হক( ৩০)পিতা আব্দুল মজিদ গ্রাম. বড়গোপ ওয়ার্ড নং ২ থানা কুতুবদিয়া জেলা কক্সবাজার বর্তমানে বালুছড়া গফুরের বাড়ি থানা হাটহাজারী জেলা চট্টগ্রাম. মামলার বাদী মহিলার গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনতাই করে পালিয়ে যাবার সময় চকবাজার থানার এ.এস আই আহমদ নুর এ.এস আই আলতাফ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ জনগণের সহায়তায় দাওয়া করে উক্ত ছিনতাইকারীকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের মজুমদার জানায় স্বর্ণের চেইন’সহ ছিনতাইকারী আসামি গ্রেফতার হয়েছে এ বিষয়ে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান