ভৈরবে ট্রাক চালক সজীব হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- আপডেট টাইম : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ০ ১৫০.০০০ বার পাঠক
ভৈরবে ট্রাক চালক সজীব (৩২) হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ভৈরব নাগরিক সমাজের আয়োজনে আজ শুক্রবার ঢাকা – সিলেট মহাসড়কের ভৈরব বাসষ্ট্যান্ড নুরানী মজিদের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক সহ- সভাপতি আর এ মারুকী শাহিন ও প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল, সাবেক সভাপতি শামসুজ্জামান বাচ্চু, সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, আলাল উদ্দিন, গণ অধিকার পরিষদ ভৈরব শাখার মূখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভীর আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান আক্তার, মাহিন সিদ্দিকী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ভৈরবে ছিনতাইকারী ও মাদক কারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । প্রতিদিন শহরের বিভিন্ন পয়েন্টে ছিনতাই হচ্ছে । ছিনতাইকারীদের হাতে মানুষ মারা যাচ্ছে । গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ছিনতাইকারীদের হাতে ট্রাক চালক সজীব খুন হয়েছে । তাছাড়া এখন প্রকাশ্যে পাড়া – মহল্লায় মাদক বিক্রি হচ্ছে । প্রশাসনের নিষ্ক্রিয়তায় ছিনতাই ও মাদক ব্যবসা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই প্রশাসনকে ছিনতাই ও মাদক ব্যবসা নির্মূলে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান । বিক্ষোভ সমাবেশ শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানীর কাছে স্মারক লিপি পেশ করা হয়।