মোংলায় জমি নিয়ে বিরোধ: জবরদখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের

- আপডেট টাইম : ০৫:২৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৩ ১৫০.০০০ বার পাঠক
বাগেরহাটের মোংলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম।
অভিযোগসূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম (৫৩), পিতা মৃত মাহাবুব আলম, মোংলা থানাধীন পূর্ব কবরস্থান রোড, সত্তার লেন, ০৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জানান, তাঁর শ্যালক মো. কামরুল হাসানের কাছ থেকে ০.৪২৫ শতক জমি ক্রয় করেন এবং তাঁর স্ত্রী নাজমা বেগমেরও পৈত্রিকসূত্রে ০.২১২ শতক জমি রয়েছে। ওই জমির উপর তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, মো: কালাম হাওলাদার (৫০) ও তার শাশুড়ি ফিরোজা বেগম (৬৫) যারা আগেও পারিবারিক সম্পর্কের সুবাদে কিছু অংশে বসবাস করছিলেন — বর্তমানে লোভের বশবর্তী হয়ে পুরো জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। অভিযোগকারীর ভাষ্যমতে, জমি ছাড়ার অনুরোধ জানালে প্রতিনিয়ত গালিগালাজ, হুমকি-ধামকি এবং মারধরের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। কালাম আওয়ামিলীগ আমলেও আওয়ামীলীগের ভয়ভীতি প্রদর্শন করতো এবং এখনো করছেন।
সর্বশেষ, গত ২২ মে সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা জমি ছেড়ে মালামাল সরিয়ে নিতে বলায় ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
উল্লেখ্য, বিতর্কিত সম্পত্তি মোংলা উপজেলার ৯নং শেহলাবুনিয়া মৌজার বি আর এস ১৮৫নং খতিয়ানে এবং ৪৬৮৭নং দাগে অবস্থিত, যার পরিমাণ ০.৬৩৭ শতক। এ বিষয়ে মোংলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।