ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

- আপডেট টাইম : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১ ১৫০.০০০ বার পাঠক
পাবনার ভাঙ্গুড়ায় মোঃ মিলন শাহ (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ২২ মে বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই আদেশ দেন। আটককৃত মিলন শাহ ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি শাহ পাড়ার মৃত জলিল শাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী মিলন শাহ নেশার টাকা জোগাড় করতে প্রায় সময়ই বাড়িতে মা এবং স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ সহ মারধোর করতো এরই ধারাবাহিকতায় আজ বাড়ি ভাংচুর ও স্ত্রীকে মারধর করে টাকা নিয়ে মাদক ক্রয় করে বাসায় সেবনরত অবস্থায় তার স্ত্রী পুলিশকে খবর দিলে,খরব পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিম চৌধুরী রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকসেবী মিলন শাহকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার কাছে নিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থ দন্ড আরোপ করেন। একইদিন সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।