সংবাদ শিরোনাম ::
শরণখোলা ডাক্তার এখনো কর্মস্থলে ঠিক সময় অনুপস্থিত এলাকার জনগণরা স্বাস্থ্য সেবা পাচ্ছেন না

শরণখোলা উপজেলা প্রতিনিধি
- আপডেট টাইম : ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১ ১৫০.০০০ বার পাঠক
আজ সকাল ১০টা থেকেই ডাক্তার কর্মস্থলে থাকার কথা, কিন্তু এখন ১০:৪৮ বাজলেও তিনি আসেননি। অথচ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক অসুস্থ মানুষ দূর-দূরান্ত থেকে এসেছেন চিকিৎসার আশায়। কেউ দাঁড়িয়ে, কেউ কষ্টে বসে আছেন—চোখে-মুখে হতাশা।
এভাবেই কি চলবে আমাদের চিকিৎসা সেবা?
শরণখোলায় নেতা অনেক, কিন্তু অনিয়ম দূর করার মতো নেতা কোথায়?
জনগণের কষ্ট দেখার মতো কেউ কি নেই?
এই স্বাস্থ্যব্যবস্থা কি শুধুই কাগজে-কলমে থাকবে?
অনুরোধ করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের। শরণখোলার মানুষ আর অবহেলা চায় না।
#শরণখোলা #স্বাস্থ্যসেবা #জনগণেরঅধিকার #দায়িত্বচাই #ডাক্তারকোথায়
আরো খবর.......