ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে ট্রাক চালক সজীব হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবার কি তবে সত্যিই মারা গেছেন ওবায়দুল কাদের? প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পানিসম্পদ উপদেষ্টা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে গাজীপুর জেলা ৫৬ নং ওয়ার্ড গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় প্রতিবন্ধী এক যুবতী লাশ উদ্ধার আস্থা বাড়ানোর চেষ্টা করছে মন্ত্রণালয় আস্থা কমছে সরকারি হজযাত্রীদের মোংলায় জমি নিয়ে বিরোধ: জবরদখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা   মেয়র পদে লড়বেন হাসনাত-সাদিক কায়েম?

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবেশীর ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • আপডেট টাইম : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৬৭ ১৫০.০০০ বার পাঠক

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরের টিন মেরামতের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদ হোসেন চাতরী ইনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসতঘরের টিন মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের (২৫) ছুরিকাঘাতে তিনি আহত হন। তাকে বাঁচাতে গিয়ে নিহতের মেয়ে সাজিয়া বেগম (৪০) ও নাতি মো. রায়হান (১৬) আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মেয়ে সাজিয়া বেগম বলেন, ‘আমার বাবা বসতঘরের টিন মেরামত করতে গিয়ে টিনের আঘাতে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের গোয়াল ঘরের চালায় আঘাত লাগলে তারা তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে গিয়াস উদ্দিন, তার মা রৌশনারা ও তাদের পরিবারের ৮-৯ জন সদস্য আমার বাবার ওপর হামলা করে। এ সময় আমার ছেলে রায়হানসহ বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমাদের ওপরও হামলা করে।’
তিনি আরও বলেন, ‘গিয়াস উদ্দিনের ছুরির আঘাতে আমার বাবার মাথা ফেটে যায় এবং আমরা আহত হই। বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে আমার বাবা মারা যান। আমার ছেলে রায়হান এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবেশীর ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরের টিন মেরামতের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোহাম্মদ হোসেন চাতরী ইনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বসতঘরের টিন মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের (২৫) ছুরিকাঘাতে তিনি আহত হন। তাকে বাঁচাতে গিয়ে নিহতের মেয়ে সাজিয়া বেগম (৪০) ও নাতি মো. রায়হান (১৬) আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মেয়ে সাজিয়া বেগম বলেন, ‘আমার বাবা বসতঘরের টিন মেরামত করতে গিয়ে টিনের আঘাতে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের গোয়াল ঘরের চালায় আঘাত লাগলে তারা তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে গিয়াস উদ্দিন, তার মা রৌশনারা ও তাদের পরিবারের ৮-৯ জন সদস্য আমার বাবার ওপর হামলা করে। এ সময় আমার ছেলে রায়হানসহ বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তারা আমাদের ওপরও হামলা করে।’
তিনি আরও বলেন, ‘গিয়াস উদ্দিনের ছুরির আঘাতে আমার বাবার মাথা ফেটে যায় এবং আমরা আহত হই। বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে আমার বাবা মারা যান। আমার ছেলে রায়হান এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।