ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

- আপডেট টাইম : ০৪:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭০ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মহারানী (৪) ও সম্পদ কুমার বর্মন (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এই ঘটনা ঘটে। সম্পদ কুমার বর্মন ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মনের সন্তান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুকুরে পড়ে যাওয়া খেলনা তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর
শিশু দুটির বাবা দয়াল চন্দ্র বর্মন বলেন, আমি দুপুরে করলার মাচা তৈরি করতে করলা খেতে যাই। আমার পেছন পেছন সেখানে বাচ্চা দুটো যায়। আমি একটু পরে একটা কাজে বাড়িতে ফিরে আসি এবং কিছুক্ষণ পর আবার করলা ক্ষেতে গিয়ে দেখি বাচ্চা দুটো নেই। আমি ও স্থানীয় কয়েকজন মিলে অনেক খোঁজাখুঁজির পরে পাশের পুকুরে জাল ফেলে মৃত অবস্থায় শিশুদের উদ্ধার করি।
বিজ্ঞাপন
সেনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান বলেন, সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র বর্মনের দুই সন্তান পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি আসলে অনেক দুঃখজনক। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।