কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে
- আপডেট টাইম : ০৯:১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সোমবার (০৩ মে) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ও তালা বন্ধ কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা এবং অবিলম্বে প্রেস ক্লাবটি খুলার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনী, সাবেক সভাপতি এ.কে নাছিম খান, সাবেক সহ-সভাপতি আলম সারোয়ার টিটু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য এ্যাড. নজরুল ইসলাম নুরু।
উপস্থিত ছিলেন, সাংবাদিক সুলতান রায়হান ভূইয়া রিপন, শফিকুল ইসলাম ফকির মতি, , আমিনুল হক সাদী, সাফুল্লাহ সাইফ, ,মিজানুর রহমান সহ অন্য রা।
সাংবাদিক নেতারা মানববন্ধন শেষে তালা বন্ধ কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট করেন এবং কিশোরগঞ্জ প্রেস ক্লাবটি খুলে দেওয়ার দাবি জানায়।