তাপদাহে পুড়ছে-খুলনা বিভাগ
- আপডেট টাইম : ০৪:৩১:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-বাংলাদেশের খুলনা বিভাগের প্রায় সব জেলার মানুষ তাপদাহে পুড়ছে, আজ ২৯/০৪/২০২৩ ইং তারিখ সোমবার খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, এতে মানুষের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে।
পরিবেশবিদ গন বলেছেন-খুলনা বিভাগে যে পরিমানে গাছ কাটা হচ্ছে-যা বাংলাদেশের অন্য কোন বিভাগে এত পরিমানে গাছ কাটছে না কেউ, এক শ্রেণীর দুষ্কৃতকারী তো ব্যস্ত-সুন্দরবনের গাছ কেটে-কি করে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মদ লুটে খাবে, এই চিন্তায় তারা মগ্ন!। যার কারনে খুলনা বিভাগের তাপমাত্রা বেশি হচ্ছে। খুলনার সুশীল সমাজ বলেছেন-কতিপয় দুষ্কৃতকারী ব্যাক্তিরা প্রশাসনের সহযোগীতায় এসব অপকর্ম করে থাকে, যা অন্যায়। উক্ত সব দুষ্কৃতকারীদের-আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে-খুলনা বিভাগের গাছ নিধন প্রতিরোধ করার অনুরোধ জানান-বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান-আর বি। খুলনা বিভাগের পরিবেশ-রক্ষার্থে।