গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত জেরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে আহত
- আপডেট টাইম : ০৫:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রমের তালুকদার বাড়ি ব্রীজের পার্শে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, ডুমুরিয়া ইউনিয়নের এনামুলহক তালুকদারের ছেলে সুজন তালুকদার তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর সু চিকিৎসার জন্য ভারতে যাবে বলে ভিসা করার জন্য বরিশালের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশের ব্রীজের সামনে গেলেই ব্রীজের পাশে ওত পেতে থাকা সন্ত্রাসী কন্নু তালুকদার, মিঠু তালুকদার, লেলিন তালুকদার, লিয়ন তালুকদার, মুখর তালুকদার, জিলানী তালুকদার দেশীয় অস্ত্র, চাইনিজ কুরাল, রামদা, হাতদা নিয়ে সুজন তালুকদারের উপর হামলা করে।সন্ত্রাসীরা সুজনকে মাথা, ঘাড়, হাতের কবজীতে কুপিয়ে গুরুতর আহত করেন। সুজনের প্লাটিনা মোটর সাইকেলটিও সন্ত্রাসীরা কুপিয়ে নষ্ট করে দেয়। কুপিয়েই খ্যান্ত হননি সন্ত্রাসীরা প্রান ভয়ে সুজন বাড়ির ভিতরে ঢুকলে সন্ত্রসীরা বাড়ির ভিতরে ডুকে ভাংচুর ও লুটপাট করে। ইন্ডিয়া যাওয়ার জন্য সুজন তালুকদারের ঘরে থাকা ২ লক্ষ টাকা নিয়ে যায়। সুজনের বৃদ্ধা শাশুড়ী বাধাঁ দিলে তার বুকে লাথী মেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুজন এর মোটর সাইকেলে থাকা বন্ধু বলেন, ইফতারী করার পরপরই আমরা বাড়ি খেকে বের হয়ে ব্রীজের কাছে আসলেই আমাদের উপর হামলা করে মুখর তালুকদার সহ আরো ৫/৬ জন। তারা এলোপাথারী ভাবে সুজনকে কোপাতে থাকে আমি বাঁধা দিলে আমাকে প্রান নাশের হুমকী দেয় ওরা। সুজনকে মেরে ফেলার উদ্দ্যেশে ওরা সুজনের উপর হামলা করেছে।
এ ব্যপারে সুজনের ক্যান্সার আক্রান্ত স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী সামান্য বালু ব্যাবসা করে সংসার চালায়, আমার রোগের চিকিৎসার জন্য আমার বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা এনেছি তাও ওরা ছিনিয়ে নিয়ে গেল। আমার স্বামীকে ওরা কয়েকবার হামলা করে মেরে ফেলার চেষ্টা করেছে। আমার স্বামীকে মেরে ফেলে ওরা আমাদের জায়গাজমি দখল করতে চায়। আমার স্বামীকে যারা মারতে চেয়েছে তাদেরকে আইনের আওতায় এনে কড়া বিচারের ব্যবস্থা করা হোক।
এ ব্যপারে সুজনের বৃদ্ধা মা ফুলজান বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর কাছে তার ছেলে হত্যা চেষ্টার বিচার চান।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যপারে আমার থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলার প্রস্ততি চলছে।