পবিত্র রমজান মাসে ভাঙড়ের রাজপথে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী
- আপডেট টাইম : ০৫:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
আজ সাতসকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ের রাজপথে বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি গতমাসে পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে কলকাতা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করার সময় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তার পর দীর্ঘ ৪১,দিন, জেলে থাকার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুক্তি পায়। তার পর তিনি সেবার ফুরফুরা দরবার শরীফ থেকে সোজা নিজের বিধান সভা কেন্দ্র ভাঙড়ের রাজপথে আম আদমি র কাছে পৌঁছে যান। তার পর ভাঙড়ের আই এস এফ কে রুখতে দায়িত্ব দেয়া হয় ক্যানিং পূর্বে র বিধায়ক ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক শওকত মোল্লাকে। তিনি দায়িত্ব গ্রহণ করে ভাঙড়ের মাটি থেকে আই এস এফ কে সাফ করার ডাক দেন। কিন্তু এই সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে আবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ের রাজপথে বৃহত্তম রোড শো করেন। এই রোড শো থেকে পশ্চিম বাংলার তৃনমূল দলের সরকার কে হঠিয়ে ন্যায় ও গরিব মানুষের হক কায়েম করার সরকারের ডাক দিলেন। আজকের এই রোড শো তে উপস্তিত উপস্থিত হয় ভাঙড়ের হাজার হাজার নেতা ও কর্মীরা। এই সভায় নারী ও পুরুষের ঢল নামে। এদিন ভাঙড়ের রাজপথে ভোজের হাট থেকে সোজা ভাঙড়ের রাস্তায় নেমে আসে।নওশাদ সিদ্দিকী তিনি বলেন তিনি ও তার দল আই এস এফ সারা পশ্চিম বাংলার মানুষের ন্যায়ের জন্য লড়াই শুরু করবে। তিনি দলিল আদিবাসী ও নিন্ম শ্রেণীর মানুষের জন্য এবং হিন্দু ও মুসলিম মানুষের জন্য লড়াই করতে রাজপথে থাকবেন বলে উল্লেখ করেন।।