ট্রাকের চাপায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

- আপডেট টাইম : ১২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১ ৫০০০.০ বার পাঠক
ভাঙ্গুড়ায় মিনি ট্রাকের চাপায় পিতা সোলায়মান হোসেন ও তার পুত্র জুনায়েদ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১৫মার্চ) বিকেলের দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তারা উপজেলার পাথরঘাটা এলাকার ইদ্রিসের ছেলে ও নাতি । সোলাইমান তারা পিতা-পুত্র একসাথে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া থেকে সুলতানপুর ছেলের নানার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা গামী পেঁয়াজ বোঝাই ওই ট্রাকটি দ্রুতগতিতে গিয়ে মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার ছেলে মৃত্যুবরণ করেন ও সোলাইমান গুরুতর আহত হয় । ওই ঘটনার পর ট্র্যাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে, দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জোনাইদকে মৃত ঘোষণা করে আর সোলাইমান গুরুতর আহত হওয়ার কারণে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। পথি মধ্যে রাত নয়টা সাড়ে নটার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসেন। বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
পুলিশও স্থানীয়রা জানান, ঘটনার দিন শনিবার বিকেলের দিকে সোলায়মান ও তার পুত্র জুনায়েদ মোটরসাইকেল যোগ খান মরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার জুনায়েদের নানার বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে পিছন দিক থেকে পেঁয়াজ বহনকারী অপ্রতিরোধ্য গতিতে একটি মিনি ট্রাক(ঢাকা মেট্রো ঙ ১১-৯৩৯৮) মোটরসাইকেলটি চাপা দেয়। এতে জুনায়েদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে সোলায়মান এর শরীরের বাম পাশ দিয়ে ট্রাকের চাকা চলে গেলে তিনি মুমূর্ষ অবস্থায় আহত হয়ে কাতরাতে থাকেন। এ সময় মোটরসাইকেল টিও ভেঙে যায়। স্থানীয়রা উদ্ধার করে, তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান এর ছেলে জুনায়েদকে মৃত ঘোষণা করে এবং সোলায়মানের অবস্থা সংকটপন্ন হওয়াতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। অ্যাম্বুলেন্স যোগে সোলাইমানকে ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইল এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। একই পরিবারের পিতা পুত্রের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাদী হয়ে সোলায়মান এর পিতা ইদ্রিস ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
সোলায়মানের চাচা আনিসুর রহমান ঘটনার বিষয় বলেন, সোলায়মানের ছেলে জুনায়েদ ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। আর সোলায়মান কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল এলাকায় মৃত্যুবরণ করেন।
ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চাপায় একই পরিবারের পিতা পুত্রের মৃত্যু দুঃখজনক ঘটনা। এ ঘটনায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০২ ধারায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে তবে ড্রাইভার হেলপার পালিয়ে গিয়েছে।