সাংবাদিক ফরিদ আহমেদ-এর অকাল মৃত্যুতে গোপালগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ
- আপডেট টাইম : ০২:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১৫৩ ৫০০০.০ বার পাঠক
প্রেস ক্লাব গোপালগঞ্জ এর সম্মানিত সদস্য ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ফরিদ আহমেদ মিয়া হৃদক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার (৩১ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক অনির্বাণ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের সময় প্রতিকার গোপালগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। এ সময় তিনি স্ত্রী, এক কন্যা সহ ভাই বোন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ আসর গোপীনাথপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল ফাতাহ সজু সহ প্রেসক্লাব গোপালগঞ্জের সকল সদস্য ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফেরাত কামনায় সকলে দোয়া করেছেন।