মান্না স্মরণে গান, জন্মদিনে প্রকাশ

- আপডেট টাইম : ০৬:৪১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৫১ ১৫০০০.০ বার পাঠক
বিনোদন রিপোর্টার।।
প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্না স্মরণে গান প্রকাশ হচ্ছে মান্নার জন্মদিনেই। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন পুলক অধিকারী, সংগীতায়োজন করছেন মেহেদী, কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল।
জানা যায়, জনপ্রিয় এই নায়ককে স্মরণ করে তার স্ত্রী শেলী মান্না নিজেই ট্রিবিউট করে তৈরি করছেন গানটি। সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান।
এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, ‘মান্নার জন্মদিন উপলক্ষে গানটি করা হচ্ছে। গানটি কৃতাঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।