জল্পনা-কল্পনার অবসান, নৌকার কান্ডারী মোশারেফ
- আপডেট টাইম : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার উপ-নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার কান্ডারি নাজিরপুর সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোশারেফ হোসেন খান। ১৯ ফেব্রুয়ারী রবিবার মনোনায়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাচন অফিসে এসে তিনি তার মনোনায়নপত্র দাখিল করেছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা।
এ ব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করবেনা, যতক্ষণ না পর্যন্ত তত্বাবধায়ক সরকারের দাবী আদায় না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবেনা। তবে হিরুয়ার রহমান মোল্লা যদি দলীয় সিদ্ধান্ত না মেনে মনোনায়নপত্র দাখিল করে থাকেন তাহা হলে আমি আশা করি নির্ধারিত তারিখের মধ্যে মনোনায়নপত্র প্রত্যাহার করে নিবেন, অন্যথায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে হিরুয়ার রহমান মোল্লা জানান, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছি, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করব কি না বা দল আমাকে বহিস্কার করবে তার পর নির্বাচন করবো নাকি প্রত্যাহার করব তা বলার সময় এখনও হয়নি এটা ২৭ ফেব্রুয়ারীর পরে বলা যাবে।
উল্লেখ্য পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ। গত ১ নভেম্বর ২০২২ তারিখ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার অমূল্য রঞ্জন হালদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ায় পরিষদ শুন্য হলে ২৩ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমার শেষ দিন। যাচাই-বাছাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২০ ফেব্রুয়ারী। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন ভোটারের উপস্থিতি তে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।