ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫

পাথরঘাটায় চঞ্চল্যকর যুবদল নেতা হত্যার আসামির মামলায় বিএনপির ২৪ নেতাকর্মী

পাথরঘাটা (বরগুনা)এ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৭:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১ ৫০০০.০ বার পাঠক

বরগুনার পাথরঘাটা যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালামকে আসামি করায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনের নামে ধান কাটা মামলা করার অভিযোগ উঠেছে সালামের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এর আগে রবিবার বরগুনা দ্রুত বিচার আদালতে ও বুধবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করেন আব্দুস সালামের স্ত্রী ফারজানা। উভয় মামলার একই ব্যক্তিদের আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মুবিন।

আব্দুস সালাম পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি পাথরঘাটা উপজেলা যুবদল নেতা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

আদালত মামলা সূত্রে জানা যায় মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজনের সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে আব্দুস সালামের সাথে। মামলায় বলা হয় আব্দুস সালামকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে প্রতিপক্ষ। এ সুযোগে বাদীর সকল জমি জমা দখল করে আত্মসাৎ করেছে আসামিরা। এর অংশ হিসেবে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার তাদের জমি ৩০৬ মন ধান কেটে নিয়ে যায়।

মামলার আসামি পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মামুন জানান, আব্দুস সালাম ও তার ভাইদের বিরুদ্ধে গত বছরের ২৫ ডিসেম্বর সাইদুল ইসলাম সুমন নামে এক ব্যক্তি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমি জমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি আমাকে মিমাংসার দায়িত্ব দেন ইউএনও মোহাম্মদ রোকনুজ্জামান খান। আমি সালামসহ অন্যদের কয়েক দফা বৈঠকের নোটিশ দিয়েও বসাতে পারিনি। এরমধ্যেই আমি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে সালামের স্ত্রী ফারজানা।

এদিকে সালামের হয়রানি মুলুক একাধিক মামলায় ভুক্তভোগী কালমেঘা ইউনিয়নের ইউপি সদস্য আইউব আলী জানান, পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আমি একটি ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করায় আমার বিরুদ্ধে ৫টি, মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮টি সহ একাধিক শিক্ষকের নামে আব্দুস সালাম ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে মামলা করিয়েছে। সব শেষ বুধবার ধান কাটা মামলায় আমি সহ আমার মাদ্রাসার শিক্ষকে আসামি করেছে।

স্থানীয়রা জানান, আব্দুস সালাম এলাকায় মামলা সালাম ও ব্যারিস্টার সালাম নামে পরিচিত। তিনি মানুষকে সামান্য বিষয় নিয়েও একাধিক মামলা দিয়ে হয়রানি করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান আব্দুস সালাম পাথরঘাটায় মামলা বাজ সালাম হিসেবে পরিচিত। তিনি নিজে ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে নিরিহ মানুষদের হয়রানি করে আসছে। গত পহেলা জানুয়ারি দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা নাসির হত্যা মামলার ইজহার ভুক্ত আসামি এই মামলা বাজ সালাম। যুবদল নেতা হত্যা মামলার আসামি হওয়ায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় আসামি করেছে। আমরা নাসির হত্যা মামলায় দ্রুত সালামকে গ্রেফতারের দাবি করছি।

তিনি আরো জানান, বিএনপির নেতাকর্মীরা এঘটনায় জড়িত নয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আত্মগোপনে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান সময়ের কণ্ঠকে জানান, যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালাম এজহার নামীয় আসামি। সে পালাতক রয়েছে। তবে সালামের স্ত্রী ফারজানা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে কিনা জানা নেই।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাথরঘাটায় চঞ্চল্যকর যুবদল নেতা হত্যার আসামির মামলায় বিএনপির ২৪ নেতাকর্মী

আপডেট টাইম : ০৭:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বরগুনার পাথরঘাটা যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালামকে আসামি করায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ২৪ জনের নামে ধান কাটা মামলা করার অভিযোগ উঠেছে সালামের স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির নেতারা। এর আগে রবিবার বরগুনা দ্রুত বিচার আদালতে ও বুধবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করেন আব্দুস সালামের স্ত্রী ফারজানা। উভয় মামলার একই ব্যক্তিদের আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মুবিন।

আব্দুস সালাম পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল এলাকায় মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। তিনি পাথরঘাটা উপজেলা যুবদল নেতা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

আদালত মামলা সূত্রে জানা যায় মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজনের সাথে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে আব্দুস সালামের সাথে। মামলায় বলা হয় আব্দুস সালামকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে প্রতিপক্ষ। এ সুযোগে বাদীর সকল জমি জমা দখল করে আত্মসাৎ করেছে আসামিরা। এর অংশ হিসেবে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার তাদের জমি ৩০৬ মন ধান কেটে নিয়ে যায়।

মামলার আসামি পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মামুন জানান, আব্দুস সালাম ও তার ভাইদের বিরুদ্ধে গত বছরের ২৫ ডিসেম্বর সাইদুল ইসলাম সুমন নামে এক ব্যক্তি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমি জমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি আমাকে মিমাংসার দায়িত্ব দেন ইউএনও মোহাম্মদ রোকনুজ্জামান খান। আমি সালামসহ অন্যদের কয়েক দফা বৈঠকের নোটিশ দিয়েও বসাতে পারিনি। এরমধ্যেই আমি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে সালামের স্ত্রী ফারজানা।

এদিকে সালামের হয়রানি মুলুক একাধিক মামলায় ভুক্তভোগী কালমেঘা ইউনিয়নের ইউপি সদস্য আইউব আলী জানান, পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আমি একটি ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করায় আমার বিরুদ্ধে ৫টি, মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮টি সহ একাধিক শিক্ষকের নামে আব্দুস সালাম ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে মামলা করিয়েছে। সব শেষ বুধবার ধান কাটা মামলায় আমি সহ আমার মাদ্রাসার শিক্ষকে আসামি করেছে।

স্থানীয়রা জানান, আব্দুস সালাম এলাকায় মামলা সালাম ও ব্যারিস্টার সালাম নামে পরিচিত। তিনি মানুষকে সামান্য বিষয় নিয়েও একাধিক মামলা দিয়ে হয়রানি করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান আব্দুস সালাম পাথরঘাটায় মামলা বাজ সালাম হিসেবে পরিচিত। তিনি নিজে ও তার আত্মীয় স্বজনদের মাধ্যমে নিরিহ মানুষদের হয়রানি করে আসছে। গত পহেলা জানুয়ারি দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা নাসির হত্যা মামলার ইজহার ভুক্ত আসামি এই মামলা বাজ সালাম। যুবদল নেতা হত্যা মামলার আসামি হওয়ায় ক্ষুব্ধ হয়ে পাথরঘাটা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় আসামি করেছে। আমরা নাসির হত্যা মামলায় দ্রুত সালামকে গ্রেফতারের দাবি করছি।

তিনি আরো জানান, বিএনপির নেতাকর্মীরা এঘটনায় জড়িত নয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে আব্দুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আত্মগোপনে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান সময়ের কণ্ঠকে জানান, যুবদল নেতা নাসির হত্যা মামলায় আব্দুস সালাম এজহার নামীয় আসামি। সে পালাতক রয়েছে। তবে সালামের স্ত্রী ফারজানা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে কিনা জানা নেই।