কাশিমপুরে ২৫ টি দেশীয় অস্ত্র সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার
- আপডেট টাইম : ১২:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুরের লতিফপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে ৪ জন সন্ত্রাসীকে ২৫ টি দেশীয় রামদা সহ আটক করেছে
কাশিমপুর থানা পুলিশ। আটককৃতরা হলো, মোঃ মোতালেব, রুবেল,রাহুল সরদার ও মাসুদ রানা।মামলার এজাহারে জানা যায়, গতকাল বিকেলে ১৫/২০ জন সন্ত্রাসী এলাকায় বিশৃঙ্খলা ঘটানোর জন্য মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফির দিকনির্দেশনায় কাশিমপুর থানার উপ- পুলিশ পরিদর্শক রায়হান সঙ্গীও ফোর্স সহ ২ নং ওয়ার্ড লতিফপুর প্রাইমারি স্কুলের সামনে একটি চেকপোস্ট বসান,এমন সময় সন্ত্রাসীরা চেকপোস্ট অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে তাদের ধাওয়া করে ২৫ টি দেশীয় রামদা সহ একটি পিকাপ ভ্যান জব্দ করে এবং পিকাপভ্যানে তল্লাশি করে দেশীয় রামদা সহ ৪ জন কে আটক করে। এসময় আরও ১০/১৫ জন পালিয়ে যায়। আজ সকালে তাদেরকে দেশীয় অস্ত্র মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।।