নবীনগরে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তা

- আপডেট টাইম : ০৪:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ০ ১৫০০০.০ বার পাঠক
গত ১৩ মে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পল্টু (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩মে) রাত ২ টায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এ ঘটনায় তার পরিবার বলছে, এটি একটি ‘সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা। পরিবারের অভিযোগ, “বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় কোনো সত্যতা নেই। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই আওয়ামী লীগের নেতাদের টার্গেট করে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে।”
তবে পুলিশ বলছে, যথাযথ তদন্ত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাইফুল ইসলাম পল্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, “বিটঘর বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”