ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
পরিবহণসহ ৫ খাতে ৭০ শতাংশ বরাদ্দ ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের মিথ্যা সংবাদের প্রতিবাদ লিগ্যাল নোটিশ করতে প্রস্তুতি বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর আমড়াগাছি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি বিডিআর বিদ্রোহ: কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক

পরিবহণসহ ৫ খাতে ৭০ শতাংশ বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : ০৬:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ০ ১৫০০০.০ বার পাঠক

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

ফাইল ছবি

বড় অঙ্কের বরাদ্দ কমছে উন্নয়ন বাজেটে। আগামী অর্থবছরের জন্য ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে।

তবে সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। নতুন অর্থবছরে পরিবহণসহ পাঁচ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ (প্রায় ৭০ শতাংশ)।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ এবং সর্বনিম্ন সংসদবিষয়ক সচিবালয়। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, নতুন এডিপির যে আকার ধরা হচ্ছে বাস্তবায়নের অবস্থার দিক থেকে সেটাও কম নয়। বলা চলে অনেক বেশি। তবে প্রশ্ন হলো বরাদ্দ যা ধরা হচ্ছে সেটিও বাস্তবায়ন হবে কিনা। এডিপিতে চলমান প্রকল্প থাকবে ১১৪৩টি। এগুলো অনেক যাচাই-বাছাই করেই নাকি নেওয়া হয়েছে। কিন্তু এগুলোও ভবিষ্যতে অর্থনীতিতে কতটা অবদান রাখবে সেটি ভাবতে হবে। মূলত আকার বড় কথা নয়, এডিপি বাস্তবায়ন প্রক্রিয়ায় ভিন্নতা আনতে হবে। কেননা সব সময় দেখা যায় অর্থবছরের শুরুর ৩-৪ মাস কোনো কাজ হয় না। শেষদিকে অনেক বেশি অর্থ খরচ হয়। সেই জায়গায় বর্তমান সরকার কোনো ব্যতিক্রম আনতে পারে কিনা না সেটি দেখার বিষয়। এর ওপরই নির্ভর করবে এডিপির ইতিবাচক ফলাফল। পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থবছরের (২০২৪-২৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে এ বরাদ্দ কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এটির তুলনায় নতুন এডিপি ১৩ দশমিক ২০ শতাংশ কম। তবে সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ ১৬ হাজার কোটি টাকার তুলনায় কমবে ১৪ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৪৮ শতাংশ।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি যুগান্তরকে বলেন, এবারের বাজেট খুব বড় হবে না। বিশেষ করে উন্নয়ন বাজেটের আকার বাড়বে না। উচ্চাভিলাষী কোনো চিন্তা আমাদের মাথায় নেই। বাস্তবভিত্তিক বাজেট তৈরির কাজ চলছে। যাতে অর্থের সংস্থানমূলক এবং বাস্তবায়নযোগ্য হয় সেই চিন্তা ও পরিকল্পনা মাথায় রেখেই এডিপি তৈরির কাজ করা হচ্ছে।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৫ সেক্টর : পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া হবে ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা বা ১৪ দশমিক ৮ শতাংশ, শিক্ষায় ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বা ১২ দশমিক ৪২ শতাংশ। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। স্বাস্থ্যে দেওয়া হবে ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা, যা মোট এডিপির ৭ দশমিক ৮৯ শতাংশ। এসব খাতেই বরাদ্দ যাচ্ছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় ও বিভাগ : আগামী অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো-স্থানীয় সরকার বিভাগ ৩৬ হাজার ৯৮ কোটি ৭৬ লাখ টাকা বা ১৬ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ২০ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ টাকা বা ৯ দশমিক ২৫ শতাংশ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ কোটি টাকা বা ৬ দশমিক ২১ শতাংশ।

আরও আছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ কোটি ৫৩ লাখ টাকা বা পাঁচ দশমিক ৫৪ শতাংশ। স্বাস্থ্যসেবা বিভাগ ১১ হাজার ৬১৭ কোটি ১৭ লাখ বা পাঁচ দশমিক ৩০ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ বা পাঁচ দশমিক ২০ শতাংশ। নৌপরিবহণ মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ কোটি ৬২ লাখ বা চার দশমিক ২৮ শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় আট হাজার ৪৮৯ কোটি ৮৬ লাখ টাকা বা তিন দশমিক ৫২ শতাংশ এবং রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা বা তিন দশমিক ৫২ শতাংশ। সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হচ্ছে সংসদবিষয়ক সচিবালয়ের অনুকূলে ২০ হাজার টাকা।

এডিপিতে যত প্রকল্প : আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ১৪৩টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৬৯টি, সমীক্ষার ১৯টি, কারিগরি সহায়তার ৯৭টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে ৫৮টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে ৯৯০টি।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের ৭৫৪টি, বৈদেশিক ঋণ পাওয়া ২০০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের ৩৬টি প্রকল্প রয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়নের জন্য নির্ধারিত প্রকল্প থাকবে ৭৯টি। এডিপিতে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২২৮টি প্রকল্পের তালিকা যুক্ত করা হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরিবহণসহ ৫ খাতে ৭০ শতাংশ বরাদ্দ

আপডেট টাইম : ০৬:১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ফাইল ছবি

বড় অঙ্কের বরাদ্দ কমছে উন্নয়ন বাজেটে। আগামী অর্থবছরের জন্য ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৬ হাজার কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে।

তবে সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। নতুন অর্থবছরে পরিবহণসহ পাঁচ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯ দশমিক ৯৩ শতাংশ (প্রায় ৭০ শতাংশ)।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ এবং সর্বনিম্ন সংসদবিষয়ক সচিবালয়। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, নতুন এডিপির যে আকার ধরা হচ্ছে বাস্তবায়নের অবস্থার দিক থেকে সেটাও কম নয়। বলা চলে অনেক বেশি। তবে প্রশ্ন হলো বরাদ্দ যা ধরা হচ্ছে সেটিও বাস্তবায়ন হবে কিনা। এডিপিতে চলমান প্রকল্প থাকবে ১১৪৩টি। এগুলো অনেক যাচাই-বাছাই করেই নাকি নেওয়া হয়েছে। কিন্তু এগুলোও ভবিষ্যতে অর্থনীতিতে কতটা অবদান রাখবে সেটি ভাবতে হবে। মূলত আকার বড় কথা নয়, এডিপি বাস্তবায়ন প্রক্রিয়ায় ভিন্নতা আনতে হবে। কেননা সব সময় দেখা যায় অর্থবছরের শুরুর ৩-৪ মাস কোনো কাজ হয় না। শেষদিকে অনেক বেশি অর্থ খরচ হয়। সেই জায়গায় বর্তমান সরকার কোনো ব্যতিক্রম আনতে পারে কিনা না সেটি দেখার বিষয়। এর ওপরই নির্ভর করবে এডিপির ইতিবাচক ফলাফল। পরিকল্পনা কমিশন জানায়, চলতি অর্থবছরের (২০২৪-২৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা থেকে এ বরাদ্দ কমিয়ে নতুন বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এটির তুলনায় নতুন এডিপি ১৩ দশমিক ২০ শতাংশ কম। তবে সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ ১৬ হাজার কোটি টাকার তুলনায় কমবে ১৪ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৪৮ শতাংশ।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি যুগান্তরকে বলেন, এবারের বাজেট খুব বড় হবে না। বিশেষ করে উন্নয়ন বাজেটের আকার বাড়বে না। উচ্চাভিলাষী কোনো চিন্তা আমাদের মাথায় নেই। বাস্তবভিত্তিক বাজেট তৈরির কাজ চলছে। যাতে অর্থের সংস্থানমূলক এবং বাস্তবায়নযোগ্য হয় সেই চিন্তা ও পরিকল্পনা মাথায় রেখেই এডিপি তৈরির কাজ করা হচ্ছে।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৫ সেক্টর : পরিবহণ ও যোগাযোগ খাতে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ দেওয়া হবে ৫৮ হাজার ৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ কোটি ২৬ লাখ টাকা বা ১৪ দশমিক ৮ শতাংশ, শিক্ষায় ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বা ১২ দশমিক ৪২ শতাংশ। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২২ হাজার ৭৭৬ কোটি ৪০ লাখ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। স্বাস্থ্যে দেওয়া হবে ১৮ হাজার ১৪৮ কোটি ১৪ লাখ টাকা, যা মোট এডিপির ৭ দশমিক ৮৯ শতাংশ। এসব খাতেই বরাদ্দ যাচ্ছে এডিপির ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় ও বিভাগ : আগামী অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো-স্থানীয় সরকার বিভাগ ৩৬ হাজার ৯৮ কোটি ৭৬ লাখ টাকা বা ১৬ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৫ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ২০ হাজার ২৮৩ কোটি ৬২ লাখ টাকা বা ৯ দশমিক ২৫ শতাংশ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১৩ হাজার ৬২৫ কোটি টাকা বা ৬ দশমিক ২১ শতাংশ।

আরও আছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার ১৫৪ কোটি ৫৩ লাখ টাকা বা পাঁচ দশমিক ৫৪ শতাংশ। স্বাস্থ্যসেবা বিভাগ ১১ হাজার ৬১৭ কোটি ১৭ লাখ বা পাঁচ দশমিক ৩০ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১ হাজার ৩৯৮ কোটি ১৬ লাখ বা পাঁচ দশমিক ২০ শতাংশ। নৌপরিবহণ মন্ত্রণালয় ৯ হাজার ৩৮৭ কোটি ৬২ লাখ বা চার দশমিক ২৮ শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় আট হাজার ৪৮৯ কোটি ৮৬ লাখ টাকা বা তিন দশমিক ৫২ শতাংশ এবং রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা বা তিন দশমিক ৫২ শতাংশ। সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হচ্ছে সংসদবিষয়ক সচিবালয়ের অনুকূলে ২০ হাজার টাকা।

এডিপিতে যত প্রকল্প : আগামী ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ১৪৩টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৬৯টি, সমীক্ষার ১৯টি, কারিগরি সহায়তার ৯৭টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে ৫৮টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে ৯৯০টি।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের ৭৫৪টি, বৈদেশিক ঋণ পাওয়া ২০০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নের ৩৬টি প্রকল্প রয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বাস্তবায়নের জন্য নির্ধারিত প্রকল্প থাকবে ৭৯টি। এডিপিতে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২২৮টি প্রকল্পের তালিকা যুক্ত করা হবে।