গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

- আপডেট টাইম : ১০:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১ ১৫০০০.০ বার পাঠক
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
১৭ই মে শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করে তারা। এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা।
টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে।
প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছে। সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।
পরে বেলা ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। বর্তমানে তারা কারখানাটির সামনে অবস্থান নিয়েছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল ও মে মাসের বেতন পাননি তারা। বকেয়া বেতন, ওভারটাইমের টাকা ও ঈদুল আজহার বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলে আসছিল। শ্রমিকরা টাকা পরিশোধের জন্য তারিখ নির্ধারণের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ এতে কর্ণপাত করেননি।