পাথরঘাটায় মোঃ রাহাজুল আমিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি পাওয়ায় বিদায়ী সংবর্ধনা
- আপডেট টাইম : ০৩:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি।
পাথরঘাটা উপজেলার বাইনচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো, রাহাজুল আমিন সহকারী প্রধান শিক্ষক পদন্নোতি পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আনোয়ার হোসেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা আাদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাথরঘাটা উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো,তারেকুল ইসলাম রেজা, আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল আরও উপস্থিত ছিলেন, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ সহ উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সহকারী শিক্ষক রাহাজুল আমিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীরা বিদায়ী বক্তব্য প্রদান কালে আবেগপ্লুত হয়ে কান্না ভেঙে পড়ে।এবং কোমলমতি ছাত্র ছাত্রীরা তার ভূয়েসী প্রশংসা করে বলেন,রাহাজুল আমিন স্যার অত্যন্ত মেধা সম্পন্ন ও বিনয়ী ছিলেন স্যারের বিদায়টা আমাদের জন্য কষ্টদায়ক ও অপূরণীয় হয়ে থাকবে।
রাহাজুল আমিন উক্ত বিদ্যালয়ে দীর্ঘ এক যূগ সহকারী শিক্ষক হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি বর্তমানে পদোন্নতি হয়ে পাথরঘাটা উপজেলার কিরনপুর সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।