ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান রাতেই ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

কেন্দ্র পৌঁছেছে ব্যালট বাক্স, ভোটগ্রহনের প্রস্ততি সম্পন্ন।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ৩৭৬ ৫০০০.০ বার পাঠক

পাথরঘাটা প্রতিনিধি।

বরগুনা ও পাথরঘাটা দুই পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৯ জানুয়ারি)বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের সহ সব ধরনের নির্বাচনী সামগ্রী। বরগুনা জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা দিলীপ কুমার জানান, বরগুনা পৌরসভার ০৯ কেন্দ্রে ও পাথরঘাটা পৌরসভার ০৯ কেন্দ্রে সব ধরনের নির্বাচনী সামগ্রী দেওয়া হয়েছে।

ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী গ্রহণ করেন।

প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ, অতিরিক্ত আনসার ও বিজিবি কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ও এই নির্বাচন কর্মকর্তা জানান।

এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা। জানান, ২৯ জানুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি রাত ১২ পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া ২৮ জানুয়ারি রাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রির্টানিং অফিসার অনুমোদিত এজেন্ট ও পর্যক্ষেকদের জন্য এ বিধি শিথিলযোগ্য।

এছাড়া নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভায় মেয়র পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং ৯ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩৫ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ ৩০ জানুয়ারি বরগুনা পৌরসভায় ২৬ হাজার ১২ জন ভোটার। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৩ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৯২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবং পাথরঘাটা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাথঘাটা পৌরসভায় ১৪ হাজার নারী পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের সাথে দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মাঠে থাকবে। নয়টি কেন্দ্রে নয়জন ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা।

তিনি জানান, ৩০ জানুয়ারি নির্বাচনী কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনে র‌্যাব, বিজিবি ও পুলিশ দায়িত্ব পালন করবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কেন্দ্র পৌঁছেছে ব্যালট বাক্স, ভোটগ্রহনের প্রস্ততি সম্পন্ন।

আপডেট টাইম : ০৫:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

পাথরঘাটা প্রতিনিধি।

বরগুনা ও পাথরঘাটা দুই পৌরসভায় আজ শনিবার (৩০ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৯ জানুয়ারি)বিকেল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের সহ সব ধরনের নির্বাচনী সামগ্রী। বরগুনা জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা দিলীপ কুমার জানান, বরগুনা পৌরসভার ০৯ কেন্দ্রে ও পাথরঘাটা পৌরসভার ০৯ কেন্দ্রে সব ধরনের নির্বাচনী সামগ্রী দেওয়া হয়েছে।

ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনী সামগ্রী গ্রহণ করেন।

প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ, অতিরিক্ত আনসার ও বিজিবি কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ও এই নির্বাচন কর্মকর্তা জানান।

এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা। জানান, ২৯ জানুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি রাত ১২ পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়া ২৮ জানুয়ারি রাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রির্টানিং অফিসার অনুমোদিত এজেন্ট ও পর্যক্ষেকদের জন্য এ বিধি শিথিলযোগ্য।

এছাড়া নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও গ্যাস কার্যক্রমে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে ভোটগ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভায় মেয়র পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং ৯ মেয়র প্রার্থীর পাশাপাশি ৩৫ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ ৩০ জানুয়ারি বরগুনা পৌরসভায় ২৬ হাজার ১২ জন ভোটার। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৩ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৯২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবং পাথরঘাটা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে পাঁচজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাথঘাটা পৌরসভায় ১৪ হাজার নারী পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্য ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের সাথে দুজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মাঠে থাকবে। নয়টি কেন্দ্রে নয়জন ম্যাজিস্ট্রেট থাকবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা।

তিনি জানান, ৩০ জানুয়ারি নির্বাচনী কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনে কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনে র‌্যাব, বিজিবি ও পুলিশ দায়িত্ব পালন করবে।