ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয়

- আপডেট টাইম : ০১:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৬ ৫০০০.০ বার পাঠক
ভৈরবে ভবানী পুরে সালিশী বৈঠকে ২ বংশের সংঘর্ষে মিজান মিয়া নামে ১ জন নিহত হয়েছে এবং উভয় পক্ষের কমপক্ষে আহত হয়েছে ২০ জন । আহতদের মধ্যে অপু মিয়া (১৭), আক্তার (৩০), দুধ মিয়া (৩০) ও পাপ্পু (২২) কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে । এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে ॥ অন্যান্য আহতদের কে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৗেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । স্থানীয়রা জানান,গত ১৬ এপ্রিল বুধবার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তাবাড়ির সাথে সরকার বাড়ির সংঘর্ষ হয় ।
সংঘর্ষের ঘটনায় ভবানীপুর গ্রামের জয়ধর মুন্সি ও কামাল মিয়ার বাড়ির এ ২ বংশ মৌটুপির এক বংশের পক্ষ নেয় একই গ্রামের জয়নাল মেম্বার বাড়ির বংশ মৌটুপির অন্য বংশের পক্ষ নিয়ে ভবানী পুরে এ ২ বংশের মধ্যে সংঘর্ষ হয় । ২ পক্ষের সংঘর্ষ মিমাংসার জন্য আজ শুক্রবার সকালে স্থানীয় চকবাজারে সালিসী বৈঠক বসে । এ সময় সালিসী বৈঠকে ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে হামলায় ময়ধর মুন্সির বাড়ির মিজান মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে জানতে শ্রী-নগর ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় ।
এ বিষয়ে জানতে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানীর মোবাইলে একাধিবার ফোন দিলে ও তিনি রিসিভ করেননি ।