কিশোরগঞ্জ ভৈরব থানাধীন নাটালের মোড় চকলেট, বিস্কুট ও একটি গভারমেন্ট সহ ২ জন আটক
- আপডেট টাইম : ০৬:৫৪:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
তারিখঃ ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প কর্তৃক কিশোরগঞ্জ ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ০২ জন চোরাকারবারী’সহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট ও বিস্কুট উদ্ধার। একটি ক্যাভার্ড ভ্যান জব্দ।
২১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়ে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে চোরাকারবারী আসামীদ্বয় ১। মোঃ মোতালেব (২২), পিতা- আব্দুল খালেক, সাং- দেউলা, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, ২। মোঃ সোলেমান বাদশা শাহিন (৩১), পিতা- সাহাবুদ্দিন, সাং- ৬৯/২ মধ্যে আরিচপুর, থানা-পূর্ব টংগী, জেলা- গাজীপুর’কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা ক্যাভার্ড ভ্যান হতে (ক) ১০,১৪৫ (দশ হাজার একশত পয়তাল্লিশ) পিস, ভারতীয় বিস্কুট, চকলেট, (খ) ১৪,৯৬০ (চৌদ্দ হাজার নয়শত ষাট) পিস, ভারতীয় চকলেট, (গ) ১৫,৬৩০ (পনের হাজার ছয়শত ত্রিশ) পিস, ভারতীয় বিস্কুট’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিদেশীদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।