বরগুনার তালতলী উপজেলায় ৫ টি ইউনিয়নেই আওয়ামীলীগ প্রার্থী জয়লাভ করেন
- আপডেট টাইম : ১১:৫৯:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ২১৮ ৫০০০.০ বার পাঠক
বরগুনার তালতলী থেকে ফিরে এসে
বরগুনার তালতলী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবগুলো ইউনিয়নেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক হাওলাদার, ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান তনু, বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া, কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইব্রাহিম শিকদার পনু এবং নিশানবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ড. কামরুজ্জামান বাচ্চু।
পচাকোড়ালিয়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ আবু জাফর পেয়েছেন ৩ হাজার ২১৮ ভোট।
ছোটবগী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে তৌফিকুজ্জামান তনু পেয়েছেন ৫ হাজার ৬৯৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ১ হাজার ৮১৫ ভোট। কড়ইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইব্রাহীম শিকদার পনু পেয়েছেন ৩ হাজার ৩৭৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুল হক পেয়েছেন ২ হাজার ৬৪২ ভোট।
বড়বগী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আলমগীর মিঞা পেয়েছেন ৪ হাজার ৯১৪ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শাহাদাৎ হোসেন পেয়েছেন ৩ হাজার ২০ ভোট এবং নিশানবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ড. কামরুজ্জামান বাচ্চু পেয়েছেন ৫ হাজার ৪০৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজালাল পেয়েছে ১ হাজার ৩৭৯ ভোট।
এদিকে আজ সোমবার তালতলী প্রেসক্লাবে পরাজিত মেম্বারপ্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা ইভিএমে ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন এবং নির্বাচনি পরবর্তী সহিংসতায় গত রাতে কড়াইবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পরাজিত দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে ২ জন আহত ও ঘরবাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।উক্ত ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসহাক মাঝী আহতদের খোঁজ খবর নেন ও তাদের ভাংচুরকৃত বাড়িঘর পরিদর্শন করে ধৈর্য ধারণ করতে আহবান জানান। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।