ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
নাসিরনগরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জিয়া পরিষদের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিকের জানাজা ও দাফন সম্পন্ন ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে:প্রেস সচিব আ.লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি শর্ত ভঙ্গের দায়ে বন্ধ হয়ে গেল বাইমাইল বাণিজ্য মেলা সরকারি ভ্যাকসিনে ২৫ গরু-ছাগলের মৃত্যু মোংলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস উদযাপনে হাজারো শ্রমিক জনতার সমাগম পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি দিল্লিতে নিহত ৪, ‘ইয়েলো অ্যালার্ট’ জারি

বিএনপির কর্মসূচিতে হামলায় অর্ধশতাধিক আহত : রিজভী

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ২৭৭ ১৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।

বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই হামলায় অন্তত অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত এবং ছয়জনকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের চিত্র তুলে ধরে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপি নেতা সরাফত আলী সপু, আসাদুল করিম শাহীন, মুনীর হোসেন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

রহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী এলাকায় (ঢাকা-৩) দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে আজ সোমবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু রোববার রাত ৯টার দিকে জিনজিরায় দলীয় কার্যালয়ে প্যাকেট করার সময় আওয়ামী নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা করে। এই হামলায় ৩০ জনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এ ছাড়া কার্যালয়ের সামনে কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করে এবং ফেস্টুন, ব্যানার, পোস্টার ছিড়ে ফেলে সন্ত্রাসীরা।

তিনি জানান, হামলায় আহত নেতাকর্মীরা হলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, জহিরুল ইসলাম মামুন, কাউছার, যুবদলের রাশেদুল ইসলাম ইমন, মো. আলী, ছাত্রদলের সাফিন আহমেদ, তাঁতীদলের আল-আমিন সুজন, ইমরান, অফিস সহকারী এরশাদসহ ৩০ জনের অধিক নেতাকর্মী।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার প্রস্তুতিকালে পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে বংশাল থানার পুলিশ অতর্কিত হামলা, কার্যালয়ে তালা লাগানোসহ নেতাকর্মীদেরকে আটক করেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু বলেন, সেখান থেকে চারজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

রিজভী বলেন, আজ খাগড়াছড়ির তবলছড়ি গ্রীণ হিল কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ন ও সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহতরা হলেন, ছাত্রদলের ফারুক, নাজমুল এলাহী, সালাম ও আরিফ। এর আগে রোববার বিকেলে খাগড়াছড়ির মাটিরাংঙ্গা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হওয়া নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। হামলায় স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম নুরু, নারায়ণ ত্রিপুরা, দেবাশীষ দত্ত আশিষ, জেলা ছাত্রদলের আলাউদ্দিন চৌধুরী, ওমর ফারুক, পৌর ছাত্রদলের আব্দুর রহমান রানাসহ ২৮ জন নেতাকর্মী আহত হন।

বরিশাল উত্তর জেলার গৌরনদী উপজেলা বিএনপির শাহাদৎবার্ষিকীর কর্মসূচিতেও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। আহতরা হলেন যুবদলের মনির হাওলাদার ও গোলাম মাহতাব। আজ হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলার সময় আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে ছাত্রদলের মানিক মিয়া ও ফজলু তালুকদাকে গ্রেফতার করে। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহতরা হলেন ছাত্রদলের মারুফ মিয়া, মাহমুদুর রহমান জাপ্পি, রতন মাহফুজ ফয়সাল, আব্দুস সালাম রিপন,আশরাফুল ইসলাম সোহাগ, সুয়েব মিয়া।

রিজভী বলেন, গতকাল রোববার বগুড়ার ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় গাবতলী বিএনপি অফিসে। হামলায় গাবতলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেসাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, গাবতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দুগাহাটা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক হাসানসহ আরও অনেকে গুলিবিদ্ধ এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদল নেতা আলামিন, যবদল নেতা সেলিম, আলিম, সিপন, শ্রমিক দল নেতা জুয়েল আহমেদসহ বহু নেতাকর্মীকে গুরুতর আহত করা ও পৌর যুবদল নেতা রনির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের এসব নারকীয় হামলা ও পুলিশি গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।’

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির কর্মসূচিতে হামলায় অর্ধশতাধিক আহত : রিজভী

আপডেট টাইম : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

সময়ের কন্ঠ রিপোর্ট।।

বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই হামলায় অন্তত অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত এবং ছয়জনকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের চিত্র তুলে ধরে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপি নেতা সরাফত আলী সপু, আসাদুল করিম শাহীন, মুনীর হোসেন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

রহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী এলাকায় (ঢাকা-৩) দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে আজ সোমবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু রোববার রাত ৯টার দিকে জিনজিরায় দলীয় কার্যালয়ে প্যাকেট করার সময় আওয়ামী নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা করে। এই হামলায় ৩০ জনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এ ছাড়া কার্যালয়ের সামনে কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করে এবং ফেস্টুন, ব্যানার, পোস্টার ছিড়ে ফেলে সন্ত্রাসীরা।

তিনি জানান, হামলায় আহত নেতাকর্মীরা হলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, জহিরুল ইসলাম মামুন, কাউছার, যুবদলের রাশেদুল ইসলাম ইমন, মো. আলী, ছাত্রদলের সাফিন আহমেদ, তাঁতীদলের আল-আমিন সুজন, ইমরান, অফিস সহকারী এরশাদসহ ৩০ জনের অধিক নেতাকর্মী।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার প্রস্তুতিকালে পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে বংশাল থানার পুলিশ অতর্কিত হামলা, কার্যালয়ে তালা লাগানোসহ নেতাকর্মীদেরকে আটক করেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু বলেন, সেখান থেকে চারজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

রিজভী বলেন, আজ খাগড়াছড়ির তবলছড়ি গ্রীণ হিল কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ন ও সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহতরা হলেন, ছাত্রদলের ফারুক, নাজমুল এলাহী, সালাম ও আরিফ। এর আগে রোববার বিকেলে খাগড়াছড়ির মাটিরাংঙ্গা বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হওয়া নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। হামলায় স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম নুরু, নারায়ণ ত্রিপুরা, দেবাশীষ দত্ত আশিষ, জেলা ছাত্রদলের আলাউদ্দিন চৌধুরী, ওমর ফারুক, পৌর ছাত্রদলের আব্দুর রহমান রানাসহ ২৮ জন নেতাকর্মী আহত হন।

বরিশাল উত্তর জেলার গৌরনদী উপজেলা বিএনপির শাহাদৎবার্ষিকীর কর্মসূচিতেও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। আহতরা হলেন যুবদলের মনির হাওলাদার ও গোলাম মাহতাব। আজ হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলার সময় আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে ছাত্রদলের মানিক মিয়া ও ফজলু তালুকদাকে গ্রেফতার করে। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহতরা হলেন ছাত্রদলের মারুফ মিয়া, মাহমুদুর রহমান জাপ্পি, রতন মাহফুজ ফয়সাল, আব্দুস সালাম রিপন,আশরাফুল ইসলাম সোহাগ, সুয়েব মিয়া।

রিজভী বলেন, গতকাল রোববার বগুড়ার ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলা এবং গুলিবর্ষণ করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় গাবতলী বিএনপি অফিসে। হামলায় গাবতলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেসাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আহত ও গুলিবিদ্ধ হয়েছে। থানা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, গাবতলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, দুগাহাটা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক হাসানসহ আরও অনেকে গুলিবিদ্ধ এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, পৌর ছাত্রদল নেতা আলামিন, যবদল নেতা সেলিম, আলিম, সিপন, শ্রমিক দল নেতা জুয়েল আহমেদসহ বহু নেতাকর্মীকে গুরুতর আহত করা ও পৌর যুবদল নেতা রনির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের এসব নারকীয় হামলা ও পুলিশি গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।’