ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: বৈদ্যুতিক বাল্ব মার্কার প্রচারণায় গণমানুষের ঢল বাড়ির উঠানে ধান শুকানোর সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু পটুয়াখালী আমখোলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ রাজধানীর কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা জামালপুরে পাট চাষে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের লাশ গ্রহন করছেন মহিলা সাংসদ সুলতানা নাদিরা

নিজস্ব প্রতিবেদক।।

গত ২রা মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় নিহত হাদিসুর রহমানের লাশ তুরস্ক এয়ারলাইনসে ইস্তাম্বুল হয়ে আজ সোমবার (১৪মার্চ) দুপুর একটার দিকে বাংলাদেশে পৌঁছালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাবা সুলতানা নাদিরা নিহত হাদিসুর রহমানের লাশ গ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ছোট মেয়ে ব্যারিস্টার তিয়াশা সহ দলীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, হাদিসুরের লাশ রোমানিয়া থেকে ইস্তাম্বুলে নেওয়ার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময় মতো উড়তে পারেনি বলে বিলম্ব হচ্ছে ধারণা করছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) কর্তৃপক্ষ।

এর পূর্বে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর বরাত দিয়ে বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন এনাম চৌধুরী বলেন, “ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ঢাকাগামী হাদিসুরের লাশবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে বলে দূতাবাস আমাদের জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আজ সোমবার হাদিসুরের লাশ দেশে পৌঁছেছে।

গত শুক্রবার হাদিসুরের লাশ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি “এমভি বাংলার সমৃদ্ধি” জাহাজে গোলার আঘাত লাগে। এ সময় জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। তার পরিবারের দাবি ছিল-জীবিত না পেলেও যেন অন্তত লাশটি তারা পান। এর পরই হাদিসুরের লাশ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়।

৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের লাশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। উল্লেখ্য হাদিসুর এর মৃত্যুর সংবাদ শুনেই তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন এবং সর্বদা খোঁজখবর নিতে থাকেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন: বৈদ্যুতিক বাল্ব মার্কার প্রচারণায় গণমানুষের ঢল

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের লাশ গ্রহন করছেন মহিলা সাংসদ সুলতানা নাদিরা

আপডেট টাইম : ০৯:০৭:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক।।

গত ২রা মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় নিহত হাদিসুর রহমানের লাশ তুরস্ক এয়ারলাইনসে ইস্তাম্বুল হয়ে আজ সোমবার (১৪মার্চ) দুপুর একটার দিকে বাংলাদেশে পৌঁছালে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাবা সুলতানা নাদিরা নিহত হাদিসুর রহমানের লাশ গ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, ছোট মেয়ে ব্যারিস্টার তিয়াশা সহ দলীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, হাদিসুরের লাশ রোমানিয়া থেকে ইস্তাম্বুলে নেওয়ার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময় মতো উড়তে পারেনি বলে বিলম্ব হচ্ছে ধারণা করছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) কর্তৃপক্ষ।

এর পূর্বে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর বরাত দিয়ে বিএমএমওএর সভাপতি ক্যাপ্টেন এনাম চৌধুরী বলেন, “ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ঢাকাগামী হাদিসুরের লাশবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে বলে দূতাবাস আমাদের জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আজ সোমবার হাদিসুরের লাশ দেশে পৌঁছেছে।

গত শুক্রবার হাদিসুরের লাশ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি “এমভি বাংলার সমৃদ্ধি” জাহাজে গোলার আঘাত লাগে। এ সময় জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। তার পরিবারের দাবি ছিল-জীবিত না পেলেও যেন অন্তত লাশটি তারা পান। এর পরই হাদিসুরের লাশ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়।

৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের লাশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। উল্লেখ্য হাদিসুর এর মৃত্যুর সংবাদ শুনেই তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন এবং সর্বদা খোঁজখবর নিতে থাকেন।