আজমিরীগঞ্জে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হবে

- আপডেট টাইম : ০৬:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ০ ১৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শফিকুল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। ৫ই মে রোজ সোমবার রাত ৮ ঘটিকায় অফিসার ইনচার্জের কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আজমিরীগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন, মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।তিনি আরও বলেন, পুলিশের উপর সাধারণ
মানুষের আস্থা ফিরিয়ে আনা। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক , সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা, উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রেসক্লাবের সদস্য বিকে ব্যানার্জী,ফরহাদ চৌধুরী, শরীফ উদ্দিন পেশোয়ার,আশিকুর রহমান,এনামুল হক মিলাদ,কনৌজ ব্যানার্জী,রিয়াদ হোসেন,সেন্টু আহমেদ জীহান,কাউছার আহমেদ,সাইদুল ইসলাম বাহার, ঝুমন মোড়ল, লালন পারভেজ, রনি পারভেজ, আব্দুল মজিদ,আমিনুল ইসলাম আপন, প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজমিরীগঞ্জ থানার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক নির্মূল, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে বর্তমান ওসি মোঃ শফিকুল ইসলাম বলিষ্ট ভূমিকা গ্রহন করবেন বলে মত প্রকাশ করেন।