সেনাবাহিনী ও পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ক্ষতিগ্রস্ত সরকারি দুটো গাড়ি আহত সেনা সদস্য-০১

- আপডেট টাইম : ০৫:২৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ৪৬০ ১৫০.০০০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম শহিদ
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম।।
আজ সকাল আনুমানিক ৭ টা ৩০ মিনিট রাংগুনীয়া হেলথ কেয়ার এর সামনে রাংগুনীয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মহাজন বটতল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কি বলেন, ‘সকালে আমাদের গাড়িটি তেল নেওয়ার উদ্দেশে চন্দ্রঘোনা পেট্রল পাম্পের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে আমি নিজেও উপস্থিত ছিলাম। তবে আমাদের কোনো সদস্য আহত হননি।’এই ঘটনায় একজন সেনা সদস্য সামান্য আঘাত পেয়েছেন। বাকিরা সবাই সুস্থ আছেন