সংবাদ শিরোনাম ::
কাল মন্ত্রিসভার বৈঠক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:২২:১১ পূর্বাহ্ণ, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৯৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
প্রায় এক মাসের মাথায় মন্ত্রিসভার বৈঠক বসছে সোমবার। বরাবরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মসূচিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে সবশেষ ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক হয়। এরপর ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার রাত ১১টা ১৩ মিনিটে দেশে ফেরেন তিনি।
আরো খবর.......